ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

রাজনীতি

নোয়াখালীতে হরতাল সমর্থনে মিছিল, আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৩, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
নোয়াখালীতে হরতাল সমর্থনে মিছিল, আটক ৫ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: ২০ দলীয় জোটোর ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ও ৭২ ঘণ্টা হরতালের সমর্থনে নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে জেলা যুবদল নেতা আজিজুর রহমান নান্নু ও নুরুল আমিন মিলনের নেতৃত্বে চৌমুহনী বাজারের বড় পোল এলাকা থেকে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল বের হয়।



এ সময় মিছিল থেকে যুবদল নেতাকর্মীরা ইট ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধের চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে নেতাকর্মীরা পালিয়ে যায়।

এদিকে, একই সময়ে সোনাইমুড়ি উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আনোয়ারুল হক কামাল, ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা সাহাব উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে ২০ দলের নেতাকর্মীরা।

এছাড়াও, চাটখিলে উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ও পৌর মেয়র মোস্তফা কামালের নেতৃত্বে হরতাল অবরোধের সমর্থনে চাটখিল বাজারে বিক্ষোভ মিছিল করে ২০ দলের নেতাকর্মীরা।

এদিকে, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে বিএনপির পাঁচ কর্মীকে আটক করেছে।

জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াস শরীফ আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।