ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

রাজনীতি

না.গঞ্জে পেট্রোল বোমাসহ ছাত্রদল কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫০, ফেব্রুয়ারি ১২, ২০১৫
না.গঞ্জে পেট্রোল বোমাসহ ছাত্রদল কর্মী আটক ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পেট্রোল বোমাসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের একজন ছাত্রদল কর্মী বলে জানা গেছে।



বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টায় ফতুল্লায় খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে নাশকতার চেষ্টাকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, রফিকুল ইসলাম ও গাজী মিয়া। রফিকুল ইসলাম ছাত্রদলের সক্রিয় কর্মী বলে জানা গেছে। যদিও জেলা নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে তার কোনো পদ নেই।

ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, মটরসাইকেলে করে আসা ওই দুজন খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামের সামনে নাশকতা সৃষ্টির চেষ্টা করেন। এ সময়ে টহল পুলিশ তাদের আটক করে। তাদের কাছ থেকে একটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।