ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

রাজনীতি

গাজীপুরে শনিবার থেকে ৪৮ ঘণ্টার হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪১, ফেব্রুয়ারি ১২, ২০১৫
গাজীপুরে শনিবার থেকে ৪৮ ঘণ্টার হরতাল

গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানকে গ্রেফতারের প্রতিবাদে গাজীপুর জেলা ছাত্রদল জেলায় শনিবার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় গাজীপুর শহর ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, অধ্যাপক এম এ মান্নানকে অন্যায়ভাকে গ্রেফতারের প্রতিবাদে শনি ও রোববার ৪৮ ঘণ্টা হরতাল আহ্বান করা হয়েছে।



বিএকল পৌনে ৬টায় রাজধানীর বারিধারার বাসা থেকে অধ্যাপক এম এ মান্নানকে গ্রেফতার করে গাজীপুর পুলিশ। এরপর তাকে গাজীপুরে এনে সন্ধ্যা পৌনে ৭টায় পুলিশ সুপার সংবাদ সম্মেলনে গ্রেফতারের খবর নিশ্চিত করেন।


খবর পেয়ে জাতীয়বাদী আইনজীবী ফোরাম গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল আইনজীবী গাজীপুরের পুলিশ সুপার কার্যালয়ে অবস্থিত ডিবি অফিসে যান এম এ মান্নানের সঙ্গে দেখা করতে। কিন্তু পুলিশ তাদের দেখা করতে দেয়নি।

রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত এম এ মান্নান গাজীপুর ডিবি কার্যালয়ে ছিলেন।

বাংলদেশ সময়: ০০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।