গাজীপুর: হরতাল ও অবরোধের কারণে এসএসসি পরীক্ষা বাধাগ্রস্ত হওয়ার প্রতিবাদে গাজীপুর শহরে মানববন্ধন করেছে জেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের রাজবাড়ি রোডে এ কর্মসূচি পালন করা হয়।
গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ এরশাদের নেতৃত্বে
মানববন্ধনে শহরের বিভিন্ন স্কুলের শত শত শিক্ষার্থী অংশ নেয়।
শিক্ষার্থীরা এ সময় বিভিন্ন ধরণের প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ২০ দলীয় জোটের অবরোধ ও হরতালের নামে চালানো সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫