ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

রাজনীতি

পাড়া-মহল্লা থেকে প্রতিরোধ করার আহ্বান দীপু মনির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৮, ফেব্রুয়ারি ৫, ২০১৫
পাড়া-মহল্লা থেকে প্রতিরোধ করার আহ্বান দীপু মনির বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি-জামায়াতের সন্ত্রাসকে পাড়া-মহল্লা থেকে প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে স্বেচ্ছাসেবক লীগের এক বিক্ষোভ সমাবেশে তিনি এ আহ্বান জানান।

হরতাল-অবরোধের বিরুদ্ধে সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ।

সমাবেশে দীপু মনি বলেন, জর্ডানে এক পাইলটকে পুড়িয়ে মারার কারণে সারাবিশ্ব সোচ্চার হয়েছে। আসুন আমরাও পাড়া-মহল্লায় জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি-জামায়াতের এ সন্ত্রাসকে প্রতিরোধ করি।

এ সময় তিনি প্রতিটি এলাকায় জনগণের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন।

একই সময়ে বঙ্গবন্ধু এভিনিউ ও এর আশপাশের এলাকায় হরতাল বিরোধী মিছিল করেছে আওয়ামী যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।