ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

রাজনীতি

খালেদা জিয়ার বিষদাঁত ভেঙ্গে দেব: নৌমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৯, ফেব্রুয়ারি ৫, ২০১৫
খালেদা জিয়ার বিষদাঁত ভেঙ্গে দেব: নৌমন্ত্রী নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান

ঢাকা: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার নেতৃত্বাধীন ২০ দলের বিষদাঁত ভেঙ্গে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শাপলা চত্বরে সোনালী ব্যাংক এ্যামপ্লয়িজ ইউনিয়নের মানববন্ধনে একথা বলেন তিনি।



শাজাহান খান বলেন, জনতাকে সংঘবদ্ধ করতে না পেরে এ পথ (সন্ত্রাস) অবলম্বন করেছেন খালেদা জিয়া। আজকে সকল শ্রেণী-পেশার মানুষ রাস্তায় নেমে এসেছে। আপনাদের বিষদাঁত আমরা ভেঙ্গে দেব।

তিনি বলেন, যারা পেট্রোল বোমা মারছে, গণআদালতে তাদের বিচার হবে। খালেদা জিয়ারও বিচার হবে।

সহিংসতার প্রতিবাদে আজ বেলা ১ টায় সব জায়গায় সব যানবাহনে এক মিনিট হর্ন বাজিয়ে প্রতিবাদ জানানোর আহ্বান জানান নৌমন্ত্রী।

সোনালী ব্যাংক এ্যামপ্লয়িজ ইউনিয়নের আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ সোনালী ব্যাংক এ্যামপ্লয়িজ ইউনিয়ন শাখার সভাপতি আলাউদ্দিন। বক্তব্য দেন কলাম লেখক এস এ মালেক, মাহবুব উদ্দিন, শ্রমিক নেতা আযম খসরু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।