ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট থানায় মামলার তদবির করতে এসে পুলিশের হাতে আটক হলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।
এরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য পূর্ব ভরনশাহী গ্রামের জহুরুল ইসলামের ছেলে একরামুল হক এ্যাটম (৪০), উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সদরপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে জাহাঙ্গীর আলম পিন্টু (৩৪)।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে বুধবার মধ্যরাতে ধুনট থানায় চুরির মামলার তদবির করতে গেলে তাদের আটক করা হয়।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পিএন সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, ধুনট বাজারে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫