সিলেট: টানা অবরোধের মধ্যেই বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালের শেষদিন সিলেটের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় শেষ হবে অনির্দিষ্টকালের অবরোধের সঙ্গে ঘোষিত হরতালের এ কর্মসূচি।
এদিকে, কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঢিলেঢালাভাবে চলছে হরতাল। আইন-শৃংখলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে হরতাল বা অবরোধের সমর্থনে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মাঠে নামতে দেখা যায়নি। ফলে অনেকটাই নিরুত্তাপ কর্মসূচি চলছে নগরীতে।
এছাড়া, সকালের দিকে যান চলাচল একটু কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে যানবাহনের সংখ্যা। নগরীর ব্যস্ততম সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। যানবাহনের চাপে নগরীর ব্যস্ততম এলাকাগুলোতে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের।
সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় সরকারি-বেসরকারি অফিস ও ব্যাংকগুলোতে গ্রাহকদের ভীড় ছিল। এছাড়া দোকানপাট ও মার্কেট খুলতে শুরু করেছে।
নগরীর কদমতলী বাসটার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে না গেলেও আঞ্চলিক বিভিন্ন সড়কে যান চলাচল করতে দেখা গেছে। তবে যানবাহন চলাচল ছিল স্বাভাবিকের তুলনায় কম। স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচলও।
সব ধরনের নাশকতা এড়াতে সিলেট নগরজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও র্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ভোর থেকেই নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে গাড়িযোগে টহল দিচ্ছেন তারা। মাঠে রয়েছে বিজিবিও। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৪