ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

রাজনীতি

খালেদা বরাবর স্মারকলিপি

শিক্ষাকে রাজনীতির মধ্যে না রাখার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৯, ফেব্রুয়ারি ৫, ২০১৫
শিক্ষাকে রাজনীতির মধ্যে না রাখার আহ্বান ছবি : জাহিদ সায়মন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শিক্ষাকে রাজনীতির মধ্যে না রাখার আহ্বান জানিয়েছে মৌন মিছিল, মানববন্ধন ও খালেদা জিয়া বরাবরে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের ব্যানারে কয়ক হাজার শিক্ষক-শিক্ষার্থী।    

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে সাদা পাতাকা হাতে নিয়ে মৌন মিছিল, বিক্ষোভ ও মানববন্ধন করেন।



মানববন্ধন শেষে দুপুর ১২টায় শিক্ষক-শিক্ষার্থীরা খালেদা জিয়া বরাবরে স্মারকলিপি জমা দেন।

শিক্ষার্থীরা  বাংলানিউজকে বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতি আমাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত করেছে। অনেকের শিক্ষাজীবন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এর প্রতিবাদ জানাতে আমরা সাদা পতাকা হাতে নিয়ে বাধ্য হয়েছি।

বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তারের নেতৃত্বে মৌন মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি জমা দেওয়া হয়।  

সাত্তার বাংলানিউজকে বলেন, আমরা অনেক চেষ্টা করেও খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারিনি। পুলিশ ব্যারিকেড দিয়ে আমাদের আটকে দেয়। পরে এক পর্যায়ে খালেদা জিয়ার প্রটোকল অফিসার নাজিম গেটে এসে স্মারকলিপিটি নিয়ে যান।

এ সময় শিক্ষার্থীদের দুশ্চিন্তা মুক্ত করে তাদের পরীক্ষা দেওয়ার পরিবেশ করতে জ্বালাও পোড়াও বন্ধের আহ্ব‍ান জানান সাত্তার।

তিনি বলেন, এ বছর বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে চার ল‍াখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে।  

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডাকে গত ৫ জানুয়ারি থেকে সারা দেশে অবরোধ চলছে। অবরোধের পাশাপাশি হরতালেরও ডাক আসছে বিএনপি-জামায়াত জোটের পক্ষ থেকে। তাদের ডাকা এ হরতাল-অবরোধে প্রতিনিয়তই পেট্রোল বোমায় মারা যাচ্ছেন সাধ‍ারণ মানুষ।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।