ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

রাজনীতি

খালেদাও বলবেন, বাবা ধরা পড়ে গেছি...

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৭, ফেব্রুয়ারি ৫, ২০১৫
খালেদাও বলবেন, বাবা ধরা পড়ে গেছি... হাছান মাহমুদ

ঢাকা: লন্ডনে অবস্থানরত বড় ছেলে তারেক রহমানকে ফোন দিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কয়েক দিনের মধ্যেই বলবেন, ‘বাবা, আমিও ধরা পড়ে গেছি। আর পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করা যাবে না।


 
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।
 
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ও দফায় দফায় হরতালকে কেন্দ্র করে দেশব্যাপী চলা নাশকতার প্রতিবাদে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ মানববন্ধনের আয়োজন করে।
 
সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী দিলিপ বড়ুয়া, কৃষক লীগ নেতা এম এ করিম, ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ প্রমুখ।
 
ড. হাছান মাহমুদ বলেন, অনলাইন পত্রিকায় এসেছে আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) গাজীপুরে ট্রেনে পেট্রোল বোমা মারতে গিয়ে মমিন নামে এক বিএনপিকর্মী হাতে-নাতে ধরা পড়েছে। জনগণ গণপিটুনি শুরু করলে সে তার বসকে ফোন দিয়ে বলেছে, ‘ওস্তাদ ধরা পড়ে গেছি। আর পারা যাবে না।
 
তিনি বলেন, গণদাবির ভিত্তিতে কয়েকদিন পর খালেদা জিয়াকেও যখন গ্রেপ্তার করা হবে, তখন তিনি লন্ডনে অবস্থানরত তার বড় ছেলে তারেক রহমানকে ফোন দিয়ে বলবেন, ‘বাবা, আমিও ধরা পড়ে গেছি। আর পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করা যাবে না’।
 
কুমিল্লার পর বুধবার (৪ ফেব্রুয়ারি) গাজীপুরে পেট্রোল বোমা হামলার নিন্দা জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, আমরা ভেবেছিলাম, কুমিল্লায় পেট্রোল বোমা মেরে আটজনকে হত্যার পর খালেদা জিয়া অনুশোচনায় ভুগবেন। জনগণের কাছে ক্ষমা চেয়ে পেট্রোল বোমা বন্ধ করবেন।
 
কিন্তু তিনি তা করেননি। উল্টো বুধবার আবারো গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা চেষ্টা করেছেন। এজন্য তাকে (খালেদা জিয়া) বিচারের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন হাছান মাহমুদ।
 
তিনি বলেন, ভলকান যুদ্ধে যাত্রীবাহী বাসে আগুন দিয়ে মানুষ হত্যার দায়ে নেতৃত্বদানকারী রাজনৈতিক নেতাদের বিচার হেগের আদালতে হয়েছিলো। এখনো তারা সাজা ভোগ করছেন।
 
‘আজ যারা আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছেন, তাদের বিচারও বাংলার মাটিতে হবে। তাদেরকেও কঠিন শাস্তি পেতে হবে। ’
 
এদিকে কুমিল্লায় পেট্রোল বোমা হামলায় যশোরের জাসদ নেতা নুরুজ্জামান পপলু, তার মেয়ে বাংলাদেশ ছাত্রলীগের (জাসদ) কর্মী মাইশার মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কেন্দ্রীয় কমিটি।
 
এছাড়া হরতাল অবরোধের নামে দেশজুড়ে নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ, বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা লীগ, বাংলাদেশ দলিল লেখক সমিতিসহ বেশ কয়েকটি সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।
 
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।