ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

রাজনীতি

খালেদাকে আত্মসমর্পণের প্রস্তুতি নেওয়ার আহ্বান ইনুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৪, ফেব্রুয়ারি ৫, ২০১৫
খালেদাকে আত্মসমর্পণের প্রস্তুতি নেওয়ার আহ্বান ইনুর ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশব্যাপী নাশকতা সৃষ্টির জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দায়ী তাকে আত্মসমর্পণের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

খালেদাকে সন্ত্রাসের রাণী, বর্বর নেত্রী উল্লেখ করে ইনু বলেন, খালেদা জিয়া কষ্ট দিয়ে হত্যার রাজনীতি করেন।

জনগণের রাজনীতি করেন না। জঙ্গিবাদের রাজনীতি করেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি জামায়াতের মদদপুষ্ট পেট্রোল বোমাবাজদের আগুনে যশোরে নিহত জাসদ নেতা নুরুজ্জামান পপলু ও তার কন্যা মাইশা এবং সিরাজগঞ্জের শ্রী গণেশসহ অসংখ্য মানুষ হতাহতের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে দলটি।

ইনু অভিযোগ করেন, ৭১’র হানাদারদের মতো খালেদা জিয়া মানুষ হত্যার পরিকল্পনা করছেন। তাকে পরাজিত করে বিজয় অর্জন করতে হবে।

অনুষ্ঠানে জাসদের সহ-সভাপতি মীর হোসাইন আখতার বলেন, খালেদা পরীক্ষার জন্য নিজের নাতনিদের বিদেশে পাঠিয়েছেন অথচ দেশের কয়েক লাখ এসএসসি পরীক্ষার্থীর কথা একবারও ভাবেননি।

তিনি খালেদার উদ্দেশে বলেন, আপনার নির্দেশে মানুষকে পেট্রোল মেরে হত্যা করা হচ্ছে। আপনাকে মানুষ ইট মেরে হত্যা করবে।

মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো ছিলেন জাসদের ঢাকা উত্তরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, ঢাকা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শওকত রায়হান, বগুড়ার সংসদ সদস্য রেজাউল করিম তানসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।