রাজশাহী: হরতাল-অবরোধের নামে রাজশাহীসহ দেশজুড়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সহিংসতা চলছে। অথচ তা প্রতিরোধে কার্যকর ভূমিকা নিয়ে মাঠে নেই রাজশাহীর ১৪ দলের নেতাকর্মীরা।
বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো সহিংসতার বিরুদ্ধে মাঠে আন্দোলন করলেও ১৪ দলের নেতাকর্মীরা দায় সারছেন অবরোধ-হরতালের বিপক্ষে মিছিল ও পথসভা করেই।
অপরদিকে রাজশাহী থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্যরা ঢাকায় অবস্থান করায় তৃণমূলের নেতারাও রয়েছেন ঘরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ দিলেও রাজশাহীতে এখন পর্যন্ত তা কার্যকর হয়নি।
রাজশাহীতে উপজেলা পর্যায়ের ১৪ দলের নেতারা এ কমিটি সম্পর্কে জানেনই না। তবে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে দাবি করেছেন মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।
কিন্তু এ চরম দুঃসময়ে স্থানীয়ভাবে রাজনৈতিক সিদ্ধান্তদাতা নিজ আসনের সংসদ সদস্যরা পাশে না দাঁড়ানোয় আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
অবরোধ-হরতাল শুরুর পর রাজশাহীর পবা, তানোর ও পুঠিয়া উপজেলায় সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে। তানোরে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা মেরে ৯ জনকে দগ্ধ করা হয়েছে। পুঠিয়া ও পবায় আগুন দেওয়া হয়েছে পণ্যবাহী ট্রাকে। তারপরও এসব এলাকায় সহিংসতার বিরুদ্ধে মাঠে দেখা যাচ্ছে না আওয়ামী লীগসহ ১৪ দল নেতাকর্মীদের।
রাজশাহীর পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা আবদুস সাত্তার জানান, স্থানীয় সংসদ সদস্য আবদুল ওয়াদুদ দারা ঢাকায় গিয়ে বসে আছেন। স্থানীয় নেতারাও সহিংসতার বিরুদ্ধে মাঠে নামার সাহস করছেন না। সংসদ সদস্য এলাকায় না থাকায় তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিতে পারছেন না।
রাজশাহীর মোহনপুর উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন বকুল বাংলানিউজকে বলেন, সংসদ সদস্য আয়েন উদ্দিন ঢাকায় অবস্থান করছেন। সহিংসতার বিরুদ্ধে মাঠে নামতে স্থানীয় নেতাদের কোনো নির্দেশনাও দেননি তিনি। জেলার অন্য নির্বাচনী আসনগুলোরও একই অবস্থা। ফলে প্রধানমন্ত্রী নির্দেশনা দিলেও সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ কমিটি গঠিত হয়নি।
উপজেলাগুলোতে জামায়াত-বিএনপির সহিংসতার বিরুদ্ধে ১৪ দল মাঠে না থাকার কথা স্বীকার করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ১৪ দল এখনও এক সঙ্গে বসতে না পারলেও প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরই বসে জেলা-উপজেলা পর্যায়ে প্রতিরোধ কমিটি গঠন করা হবে।
বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫