ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

রাজনীতি

সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ৭ কর্মীসহ গ্রেফতার ৪১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৭, ফেব্রুয়ারি ৫, ২০১৫
সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ৭ কর্মীসহ গ্রেফতার ৪১

সাতক্ষীরা: সাতক্ষীরায় নাশকতার আশঙ্কায় বিএনপি-জামায়াতের সাত কর্মীসহ ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

এদের মধ্যে বিএনপির পাঁচজন ও জামায়াতের দুই কর্মী রয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।