ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

রাজনীতি

নাশকতায় গাজীপুরে আটক ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৫, ফেব্রুয়ারি ৫, ২০১৫
নাশকতায় গাজীপুরে আটক ৭ প্রতীকী

গাজীপুর: চলমান হরতাল ও অবরোধে নাশকতার অভিযোগে গত ১২ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থান থেকে সাতজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ( ৫ ফেব্রুয়ারি ) সকাল ১০টায় গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার‍ পরিদর্শক মো. সিরাজুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।



তিনি জানান, নাশকতার অভিযোগে জেলার ছয়টি থানার বিভিন্ন এলাকা থেকে  সাতজনকে আটক করা হয়েছে।

এদিকে হরতাল চলাকালে সকাল সোয়া ৭টার দিকে জয়দেবপুর স্টেশনে ঢাকাগামী তুরাগ এক্সপ্রেস ট্রেনের দুটি বগিতে আগুন দেয় হরতাল ও অবরোধ সমর্থকরা। ।
 
এসময় স্থানীয় জনগণ মমিন মিয়া (২১)  নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

হরতালে বোমা আতঙ্কে দ‍ূরপাল্লার কোনো যানবাহন চলছে না। রাস্তায় পথচারীদের যতায়াত কম। দোকানপাট অফিস আদালত খোলা থাকতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।