গাজীপুর: চলমান হরতাল ও অবরোধে নাশকতার অভিযোগে গত ১২ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থান থেকে সাতজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ( ৫ ফেব্রুয়ারি ) সকাল ১০টায় গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. সিরাজুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নাশকতার অভিযোগে জেলার ছয়টি থানার বিভিন্ন এলাকা থেকে সাতজনকে আটক করা হয়েছে।
এদিকে হরতাল চলাকালে সকাল সোয়া ৭টার দিকে জয়দেবপুর স্টেশনে ঢাকাগামী তুরাগ এক্সপ্রেস ট্রেনের দুটি বগিতে আগুন দেয় হরতাল ও অবরোধ সমর্থকরা। ।
এসময় স্থানীয় জনগণ মমিন মিয়া (২১) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
হরতালে বোমা আতঙ্কে দূরপাল্লার কোনো যানবাহন চলছে না। রাস্তায় পথচারীদের যতায়াত কম। দোকানপাট অফিস আদালত খোলা থাকতে দেখা গেছে।
বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫