চাঁদপুর: নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় চাঁদপুরে বিএনপি জামায়াতে ১৫ কর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক কর্মীদের মধ্যে নয়জন বিএনপির ও ছয়জন জামায়াত কর্মী।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, আটক কর্মীদের চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, হাইমচর, শাহরাস্তি ও মতলব থেকে তাদের আটক করা হয়। এরা হরতাল অবরোধে নাশকতার পরিকল্পনা করছিল। এছাড়া তাদের বিরুদ্ধে আগেরও মামলা রয়েছে।
হরতাল অবরোধে নাশকতা প্রতিরোধে পুলিশি তৎপর বহাল রয়েছে।
বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫