ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ৭৬ জনকে আটক করেছে পুলিশ। আটক হওয়াদের মধ্যে ৫১ জন জামায়াত-শিবিরের ও ২৫ জন বিএনপি কর্মী।
নাশকতা সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীতে নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে চলমান অভিযানে তাদের আটক করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫