ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

রাজনীতি

তালায় বিএনপি-জামায়াতের ৪ কর্মীসহ আটক ৬

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৫, ফেব্রুয়ারি ৫, ২০১৫
তালায় বিএনপি-জামায়াতের ৪ কর্মীসহ আটক ৬

তালা (সাতক্ষীরা): নাশকতার আশঙ্কায় সাতক্ষীরার তালা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের চার কর্মীসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করা হয়।



আটক ব্যক্তিরা হলেন-তালা উপজেলার বড়বিলা গ্রামের আলী বকর মোড়লের ছেলে শওকাত আলী (৫৫), নোয়াকাটি গ্রামের আব্দুল মাজেদ সরদারের ছেলে নাজমুল হুসাইন (২৮), দক্ষিণ শারসা গ্রামের হজরত শেখের ছেলে আব্দুল হামিদ (৩৫), ডাঙ্গানলতা গ্রামের মোজাহার আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), খেশরা গ্রামের মৃত বিপিন দাশের ছেলে চিত্তরঞ্জন দাশ (৪০) ও নুরুল্ল্যাপুর গ্রামের চেনি দাশের ছেলে তারাপদ দাশ (৪৮)।
 
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।