ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

রাজনীতি

মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪১, ফেব্রুয়ারি ৪, ২০১৫
মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) কোনো এক মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছেন হরতাল ও অবরোধ সমর্থকেরা।

এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।



বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে দুটি ককটেল ছুড়ে মারার ঘটনা ঘটেছে।
 
এ বিষয়ে ঘটনাস্থলে থাকা শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এম এ রিয়াজ ইসলাম রিয়াজ বাংলানিউজকে বলেন, ককটেল বিস্ফোরণের সময় স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে দু’জনকে আটক করা হয়েছে।

তাদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে।
 
বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।