ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

রাজনীতি

খুলনায় ছাত্রদল কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৩, ফেব্রুয়ারি ৪, ২০১৫
খুলনায় ছাত্রদল কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার ছবি: প্রতীকী

খুলনা: খুলনার সরকারি বিএল কলেজের ছাত্রদল কর্মী এস কে আবু সাঈদের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আবু সাঈদ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

তার গ্রামের বাড়ি খুলনার পাইকগাছা উপজেলায়।  

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কলেজের ডা. জোহা হলের নিজ রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, বর্তমানে সাঈদের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। যতদূর শোনা যাচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।  

খুলনা মহানগর বিএনপির প্রথম যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম এস কে আবু সাঈদকে ছাত্রদলের সক্রিয় কর্মী বলে দাবি করেন।

বাংলাদশে সময়: ০০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।