ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

রাজনীতি

বেগমগঞ্জে অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৬, ফেব্রুয়ারি ৩, ২০১৫
বেগমগঞ্জে অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেফতার

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শহিদুল ইসলামকে (৪০) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি জব্ধ করে পুলিশ।



মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ইউনিয়নের ঈদগাহ আমিন বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।

শহিদুল ইসলাম উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নের কাছিহাটা গ্রামের মন্তাজ ব্যাপারী বাড়ির মো. ইব্রাহিম মিয়ার ছেলে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় কয়েকটি মামলা রয়েছে।  

বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।