ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

রাজনীতি

লক্ষ্মীপুরে পুলিশ হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩২, ফেব্রুয়ারি ৩, ২০১৫
লক্ষ্মীপুরে পুলিশ হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২১

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পুলিশ হত্যা মামলার আসামিসহ বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
 
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।


 
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রামগঞ্জে পুলিশ হত্যা মামলার আসামি জামায়াত নেতা বেলাল হোসেন (৩২) এবং জামায়াতের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের রামগতি উপজেলা শাখার সভাপতি গোলাম মাওলা রয়েছেন।
 
গ্রেফতার বেলাল নোয়াগাঁও ইউনিয়নের একটি ওয়ার্ডের জামায়াত সেক্রেটারি। তিনি ওই ইউনিয়নের বাসিন্দা মৃত হানিফ মিয়ার ছেলে। সন্ধ্যা ৬টার দিকে রামগঞ্জের পানিওয়াল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রামগতি থানার উপ পরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, সিএনজি চালিত অটোরিকশায় অগ্নিসংযোগের মামলায় বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গোলাম মাওলা ও শিবির কর্মী রোম্মানকে গ্রেফতার করা হয়েছে।
 
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, যাত্রীবাহী বাসে বোমা হামলায় চালক সুমন হত্যা মামলার চার জন আসামিকে ভোরে গ্রেফতার করা হয়।
 
লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয়ের কন্ট্রোলরুম সূত্র জানায়, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার রায়পুর, রামগতি, রামগঞ্জ, চন্দ্রগঞ্জ ও লক্ষ্মীপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করা হয়।
 
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা,  ফেব্রুয়ারি ০৩, ২০১৫  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।