ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

রাজধানীতে পুলিশের সঙ্গে শিবিরের সংঘর্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৮, ফেব্রুয়ারি ৩, ২০১৫
রাজধানীতে পুলিশের সঙ্গে শিবিরের সংঘর্ষ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর কদমতলী থানার জাপান মার্কেটের সামনে পুলিশের সঙ্গে শিবির কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় শিবিরের ছুড়া ককটেলে এক পুলিশ কনস্টেবল আহত ও এক শিবির কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধ শিবির কর্মীর নাম আব্দুল হামিদ (২২)। তিনি ঢাকা কলেজে সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র।
 
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।

কদমতলী থানার ডিউটি অফিসার এসআই কোকিল চন্দ্র সাহা বাংলানিউজকে জানান, হরতালের সমর্থনে একদল শিবির কর্মী একটি ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়ে ও গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়। এ সময় এক পুলিশ সদস্য আহত হন। তাদের নাশকতা প্রতিরোধে পুলিশ গুলি ছুড়লে এক শিবিরকর্মী আহত হন ও অন্যরা পালিয়ে যায়।

পরে আহত পুলিশ সদস্য শিবির কর্মীকে ঢাক‍া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান এসআই।  

এ ঘটনায় কদমতলী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান এসআই কোকিল চন্দ্র সাহা।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।