ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

মুক্তাগাছায় ফায়ার সার্ভিস অফিসে দুর্বৃত্তদের হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫১, ফেব্রুয়ারি ৩, ২০১৫
মুক্তাগাছায় ফায়ার সার্ভিস অফিসে দুর্বৃত্তদের হামলা

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় ফায়ার সার্ভিস অফিসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় তারা পানিবাহী গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে।

এছাড়া উপজেলা বাসস্ট্যান্ড এলাকার একটি যাত্রীবাহী বাসেও পেট্রোল বোমা ছুড়ে আগুন দেয় দুর্বৃত্তরা।

সোমবার (০৩ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবুল হোসেন জানান, রাতে ১০-১৫ জন লোক জোরপূর্বক অফিসে প্রবেশ করে দু’টি গাড়ি লক্ষ্য করে ৫-৬টি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে একটি গাড়ির ট্যাঙ্কের লাইট পুড়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ফায়ার সার্ভিস অফিসে নাশকতা চালিয়ে দুর্বৃত্তরা উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী পার্থ এন্টারপ্রাইজ নামের একটি বাসেও পেট্রোল বোমা নিক্ষেপ করে বলে জানান আবুল হোসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, এসব ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।