কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো- ব ১৪- ৪০৪৮) পেট্রোল বোমা নিক্ষেপ করেছেন অবরোধকারীরা।
এতে ঘটনাস্থলেই সাতজন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, কক্সবাজার জেলার চকোরিয়া এলাকার কৃষক ইউসুফ (৫৫), যশোর জেলার পিডব্লিউডির ঠিকাদার নুরুজ্জামান পবলু (৫০) ও তার মেয়ে মাইশা নাইমা তাসনিন (১৬)। তাসনিন দশম শ্রেণির ছাত্রী।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৪টার দিকে মিয়াবাজারের জগমোহনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
আহতদের মধ্যে ১৭ জন চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ও সাতজন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ১৭ জন হলেন-কক্সবাজার জেলার চকোরিয়া এলাকার মৃত আব্দুল নূরীর ছেলে জমির উদ্দিন, পাহাড়চান্দা গ্রামের সালেহ আহমেদের ছেলে হানিফ, শাহাগচান্দা এলাকার মৃত সৈয়দ আহমেদের ছেলে রাশেদুল ইসলাম, বানিয়াছড়া গ্রামের মৃত আব্দুন নবীর ছেলে জমির উদ্দিন, টেকনাফ এলাকার নুরুল আলমের ছেলে মোহাম্মদ, নারায়ণগঞ্জ জেলার ওলুপাড়া কাত্তাহকান্দার গ্রামের আফাজ উদ্দিনের ছেলে বাবু, একই এলাকার মো. আকরাম হোসেন মিয়ার ছেলে মো. আমির হামজা, আলাউদ্দিনের ছেলে শফিকুল, মাইনউদ্দিন, আব্দুল লতিফের ছেলে মো. ঈমান আলী, আব্দুল গওহরের ছেলে গোলাপ হোসেন, মানিকগঞ্জ জেলার জয়মণ্ডপ এলাকার জহিরুল ইসলামের ছেলে জিলকদ, জামালপুর কমলনগর গ্রামের ইউনুছ মোল্লার ছেলে শরীফ, আব্দুস সালামের ছেলে ফারুক আহমেদ, হাতিগাড়া উপজেলার গকুল নগর গ্রামের আকবর আলীর ছেলে আজিজ, যশোর জেলার মাফরুহা বেগম, ফরিদগঞ্জ জেলার কালিরবাজার এলাকার আলমগীরের ছেলে রাহুল, নরসিংদি জেলার পলাশ এলাকার জসিম উদ্দিন মানিকের ছেলে মুন্না।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীনরা হলেন-নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার শফিকুল ইসলাম (১৮), কক্সবাজারের চকোরিয়ার রাশেদুল ইসলাম (২০), একই এলাকার মোহাম্মদ হানিফ (৩৭), জিলকত (১৯), ফারুক আহমেদ (২০), আরিফ শিকদার (২২) ও শরীফ। এর মধ্যে শফিকুল ইসলাম ও রাশেদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক।
মিয়াবাজার হাইওয়ে ফাড়িঁর সার্জেন্ট নাজিম উদ্দিন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইকন পরিবহনের বাসে দুবৃর্ত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করার পর বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
এতে ঘটনাস্থলে সাত যাত্রী নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। বাসটি হাইওয়ে ফাঁড়িতে রয়েছে।
** দগ্ধ ২০ যাত্রী ঢাকা-কুমিল্লা-চৌদ্দগ্রাম হাসপাতালে
** রাজশাহীতে ট্রাকে পেট্রোল বোমা, দগ্ধ ৩
** বানিয়াচংয়ে ট্রাকে পেট্রোল বোমা, আটক ১
** মালিবাগে বাসে আগুন, শাহজাদপুরে ককটেল-মিছিল
বাংলাদেশ সময়: ০৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫/আপডেটেড: ০৬২৫ ঘণ্টা/আপডেটেড: ১০৪৭ ঘণ্টা