ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

‘নাশকতাকারীকে ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৬, ফেব্রুয়ারি ২, ২০১৫
‘নাশকতাকারীকে ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার’ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: নাশকতাকারীকে ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার দেবেন বলে ঘোষণা দিয়েছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুউদ্দিন আহাম্মেদ ঝন্টু।

সোমবার (০২ জানুয়ারি)  দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে রংপুর জেলা ও মহানগর দোকান মালিক সমিতি আয়োজিত মানববন্ধন ও সমাবেশ কর্মসূচিতে  তিনি এ ঘোষণা দেন।



জেলার ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীদের এসএমই ও সিসি লোনের সুদ মওকুপ করতে রংপুরের ব্যাংক কর্মকর্তাদের আহ্বান জানান সরফুউদ্দিন আহাম্মেদ ঝন্টু।

রংপুর জেলা দোকান মালিক সমিতির আহবায়ক আলতাফ হোসেনের সভাপতিতে সমাবেশে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় দোকান মালিক সমিতির সাংগঠনিক সচিব ও মহানগর দোকান মালিক সমিতির মহাসচিব রেজাউল ইসলাম মিলন, জেলা দোকান মালিক সমিতির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, মহানগর দোকান মালিক সমিতির ভাইস চেয়ারম্যান মাহফুজ ইলাহী খসরু, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম পটু, মীর আলী আকরাম চমন, ওবায়দুর রহমান রতন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আলম, জাভেদ হাসান, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, সদস্য তানবীর হোসেন আশরাফী, শহিদুল ইসলাম খোকন, আবুল কালাম আজাদ মিঠু, আজিজুল্ল্যাহ, আসাদুজ্জামান আফজাল, তৌফিকুর রহমান তপু, ফারুখ,আলহাজ্ব বুলবুল, আলহাজ্ব বুলু,  গ্রান্ড হোটেল মোড় দোকান মালিক সমিতির শাহা নেওয়াজ রহমান লাবু, ব্যবসায়ী সাঈদ পারভেজ,আব্দুল হাকিম, ইব্রাহিম ব্যাপারী, শেখ বাচ্চু, বাস টার্মিনাল দোকান মালিক সমিতির সভাপতি   হারুন-অর-রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজওয়ান সিদ্দিকী, আব্দুস সাত্তার প্রমুখ।

ব্যবসায়ী নেতারা বলেন, সকল রাজনৈতিক দল সুস্থ রাজনীতি করুন, দোকান মালিকদের শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে দিন। তা না হলে সকল ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে সারা দেশে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে দূর্বার আন্দোলন গড়ে তুলবো।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।