ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

লক্ষ্মীপুরের রায়পুরে শিবির কর্মীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৪, ফেব্রুয়ারি ২, ২০১৫
লক্ষ্মীপুরের রায়পুরে শিবির কর্মীর কারাদণ্ড প্রতীকী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুরের দায়ে নাজিম উদ্দিন (২৫) নামে এক শিবির কর্মীকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আলম এ আদেশ দেন।

নাজিম উদ্দিন একই উপজেলার মধুপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) ময়নাল হোসেন জানান, সকালে কয়েকজন শিবির কর্মী রায়পুর-লক্ষ্মীপুর সড়কের মৎস্য প্রজনন কেন্দ্রের সামনে অটোরিকশা ভাঙচুর করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করে তাদের মধ্যে নাজিম উদ্দিনকে আটক করে। এসময় অন্যরা পালিয়ে যায়। পরে নাজিমকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে এক বছরের কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।