ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

খালেদা জিয়ার নাশকতার ফোনালাপ মন্ত্রিসভায়

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, ফেব্রুয়ারি ২, ২০১৫
খালেদা জিয়ার নাশকতার ফোনালাপ মন্ত্রিসভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: ইউটিউবে প্রকাশিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মোবাইল ফোনালাপে নাশকতার নির্দেশ রয়েছে বলে মনে করছে সরকার। নাশকতার নির্দেশের জন্য সরকারের মন্ত্রীদের কেউ কেউ খালেদা জিয়াকে গ্রেফতারেরও দাবি জানিয়েছেন।



ইউটিউবে ছড়ানো নাশকতার নির্দেশ দেওয়া খালেদা জিয়ার কয়েকটি ফোনালাপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে শোনানো হয়।

সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

চার বছর আগের খালেদা জিয়ার কয়েকটি ফোনালাপ ইউটিউবে ছড়িয়ে পড়েছে। নাশকতার নির্দেশ দেওয়া ওই ফোনালাপ নিয়ে জোর আলোচনা চলছে অনলাইন মাধ্যমে।

মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত থাকা একজন মন্ত্রী বলেন, খালেদা জিয়ার এই ফোনালাপ শোনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সত্যি সত্যি, উনিই তো নাশকতার নির্দেশ দিয়েছেন।

এ সময় বৈঠকে উপস্থিত অনেকে বিষয়টি নিয়ে কথা বলেছেন। যাদের সঙ্গে খালেদা জিয়া ফোনালাপ করেছেন তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করা উচিত এবং গ্রেফতার করলে সবকিছু বেরিয়ে আসবে বলে মত দিয়েছেন।

কেউ কেউ বলেছেন, যার সঙ্গে খালেদা জিয়া কথা বলেছেন, তাকে চিহ্নিত করে গ্রেফতার করলেই সবকিছু বোঝা যাবে। সবকিছু ফাইন্ড আউট করা উচিত। এ সংক্রান্ত আরো নির্দেশনামূলক আলাপ আছে কি না- তাও খতিয়ে দেখা উচিত।

তারা আরও বলেছেন, ফোনালাপের মাধ্যমে খালেদা জিয়াকে নির্দেশ দিতে শোনা যাচ্ছে। তাতে মনে হচ্ছে, তিনি কোনোকিছু ঘটানোর নির্দেশ দিয়েছেন। দলের কারো কারো কারণে নির্দেশ পালনে বাধা আসায় খালেদা জিয়া ক্ষুব্ধ হয়ে তাদের সরিয়ে দেওয়ার কথা বলেছেন বলেও ফোনালাপে শোনা যায়।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।