সিরাজগঞ্জ: ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতালে সিরাজগঞ্জের বেলকুচি পৌর ভবনের সামনে তিনটি যানবাহন ভাঙচুর করেছে হরতালকারীরা।
রোববার (১ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
নাশকতার অভিযোগে পুলিশ সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে।
এর মধ্যে সিরাজগঞ্জ থেকে তিনজন, শাহজাদপুরে এক ও উল্লাপাড়া উপজেলায় একজন রয়েছে।
হরতালের কারণে সকাল থেকে জেলার সব রুটে
যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পুলিশের পাশাপাশি ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল চলছে।
নাশকতাকারীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, শনিবার (৩১ জানুয়ারি) রাতে সিরাজগঞ্জের রামগাঁতীতে অবরোধকারীদের পেট্রোল বোমা হামলায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করার পর থেকে বিএনপির নেতাকর্মীরা আত্মগোপনে চলে গেছেন।
সকাল থেকে জেলা বিএনপির কার্যালয় তালাবদ্ধ রয়েছে। সেখানে কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।
সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের কন্টোল রুমের দায়িত্বরত কর্মকর্তা সদরুল আমীন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫