ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

রাজধানীতে পুলিশের অভিযানে আটক ২৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৪, ফেব্রুয়ারি ২, ২০১৫
রাজধানীতে পুলিশের অভিযানে আটক ২৬ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৬ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (০১ ফেব্রুয়ারি) রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


 
আটকদের মধ্যে বিএনপি, জামায়াত ও গণতন্ত্রী পার্টির নেতাকর্মী রয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেলের উপকমিশনার মাসুদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহানগর পুলিশের চলমান নাশকতাবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।