ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

গাজীপুরে শিবিরের মিছিল

স্টাফ করেরসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৪, ফেব্রুয়ারি ২, ২০১৫
গাজীপুরে শিবিরের মিছিল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন সোমবার (০২ ফেব্রুয়ারি) ভোরে হরতালের সমর্থনে মিছিল করেছে গাজীপুর মহানগর শাখা ছাত্রশিবির।

স্থানীয় সূত্র জানায়, সোমবার ভোর সাড়ে ৫টায় গাজীপুর মহানগরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় শিবিরকর্মীরা মিছিল করে।



গাজীপুর মহানগর শিবিরের প্রচার সম্পাদক হাসান মেহরাবের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলিন ভাওয়াল কলেজ শাখা শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম ও শিবির নেতা মো. ইউসুফসহ কয়েকজন শিবিরকর্মী।

এদিকে হরতাল চলাকালে সকাল থেকে জেলার কোথাও তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।

এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় কোনো আটকের খবর নেই বলে বাংলানিউজকে জানান গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. সিরাজুল ইসলাম।

বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।