ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

নারায়ণগঞ্জে ককটেল বিস্ফোরণ-গাড়ি ভাঙচুর, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৮, ফেব্রুয়ারি ২, ২০১৫
নারায়ণগঞ্জে ককটেল বিস্ফোরণ-গাড়ি ভাঙচুর, আটক ২ ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে জামায়াত-শিবিরের কর্মীরা।

রোববার (০১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর রিয়া মহল সিনেমা হলের সামনে এশিয়ান হাইওয়ে সড়কে এ ঘটনা ঘটে।



এ সময় আব্দুল হালিম ও ফয়সাল আহম্মেদ ওরফে জসিম নামে শিবিরের দুই কর্মীকে আটক করে পুলিশ।

আটক আব্দুল হালিম উপজেলার সাদিপুর ইউনিয়নের কোনাবাড়ি গ্রামের ইসলাম মিয়ার ছেলে। ফয়সাল আহম্মেদ ওরফে জসিম মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার নয়াপুর এলাকায় রাত সাড়ে ৮টার দিকে জামায়াত-শিবিরের ২০-২৫ নেতাকর্মী হরতাল-অবরোধ সমর্থনে রাস্তায় টায়ার জ্বালিয়ে মিছিল করে। এ সময় তারা ওই এলাকায় পর পর ১০টি  ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ দুই জনকে আটক করে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে বলেন, এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময় : ০১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।