ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

রাজধানীতে ককটেলে বিশ্ববিদ্যালয় ও স্কুল ছাত্র আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৮, ফেব্রুয়ারি ১, ২০১৫
রাজধানীতে ককটেলে বিশ্ববিদ্যালয় ও স্কুল ছাত্র আহত

ঢাকা: রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণে বিশ্ববিদ্যালয় ও স্কুল ছাত্র আহত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) রাতে এ দু’টি ঘটনা ঘটে।



পুরান ঢাকার বেগমবাজারে দুর্বৃত্তদের ককটেলে আহত হন জগন্নাথ কলেজের এমবিএ’র ছাত্র নুরুল আমিন বিপু (২৬)। দুর্বৃত্তদের ককটেল তিনি ডান পায়ের উরুতে আঘাতপ্রাপ্ত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে প্রায় একই সময়ে চতুর্থ শ্রেণীর ছাত্র সাব্বির হোসেন সিফাত (১২) লালবাগ চৌরাস্তার (ঢাকেশ্বরী মন্দির এলাকা) হৃদয় কনফেকশনাররি সামনে ককটেলে আহত হন। ককটেলে স্প্রিন্টার তার বাম গোড়ালির ওপরে বিদ্ধ হয়।

ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্প সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।