ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

বাসে আগুন দিয়ে পালানোর সময় যুবদল নেতা গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৪, ফেব্রুয়ারি ১, ২০১৫
বাসে আগুন দিয়ে পালানোর সময় যুবদল নেতা গুলিবিদ্ধ ছবি: প্রতীকী

ঢাকা: বাসে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় আবদুর রাজ্জাক (২৫) নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (০১ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।



গুলিবিদ্ধ রাজ্জাক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) আনসারুল হক বাংলানিউজকে জানান, রাত পৌনে ৮টার দিকে নিউমার্কেটের রাসেল প্লাজার সামনে একটি যাত্রীবাহী মিনিবাসে আগুন ধরিয়ে দেয় রাজ্জাকসহ আরও কয়েক ব্যক্তি।

ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিলে পালিয়ে যাওয়ার সময় আবদুর রাজ্জাককে ডান পায়ে গুলিবিদ্ধ হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

এসআই আনসারুল জানান, এ ঘটনায় পুলিশের এএসআই ফরিদ মিয়াও আহত হয়েছেন।

গুলিবিদ্ধ রাজ্জাক বলেন, নিউমার্কেট থানা যুবদলের সাধারণ সম্পাদক আবুল হোসেনের নির্দেশে গাড়িতে কেরোসিন ঢেলে আগুন দিই। আমার সঙ্গে আরও কয়েকজন ছিল।

বাংলোদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।