ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

মহাখালী ও মতিঝিলে ককটেল বিস্ফোরণ

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৩, ফেব্রুয়ারি ১, ২০১৫
মহাখালী ও মতিঝিলে ককটেল বিস্ফোরণ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মহাখালী ও মতিঝিল এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থকরা। রোববার (০১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮ টার দিকে এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৮টার দিকে মহাখালী ফ্লাইওভারের পশ্চিম পাশে পরপর চারটি বিস্ফোরণ ঘটে। এ সময় ককটেলের বিকট শব্দ এবং ধোঁয়ায় আতঙ্কিত হয়ে পথচারীরা ছোটাছুটি করতে থাকেন।

এর আগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে একটি যাত্রীবাহী বাসে ককটেল নিক্ষেপ করে হরতাল সমর্থকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন যুবক একটি যাত্রীবাহী বাসে ককটেল নিক্ষেপ করলে বাসের জানালার কাচ ভেঙে এ সময় কয়েকজন যাত্রী সামান্য আহত হন।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।