ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

বগুড়ায় হরতাল-অবরোধের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৭, ফেব্রুয়ারি ১, ২০১৫
বগুড়ায় হরতাল-অবরোধের প্রতিবাদে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধসহ ৭২ ঘন্টা হরতালের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের সাতমাথায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।



বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এ কর্মসূচির আয়োজন করে।

এফবিসিসিআই’র পরিচালক ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন বলেন, এসএসসি পরীক্ষার্থীরা শুধুমাত্র আওয়ামী লীগের সন্তান বা স্বজন নয়। তারা সকলের, তারা দেশের সম্পদ। পরীক্ষার্থীদের কথা ভেবে হলেও বিএনপির উচিত ছিল হরতাল-অবরোধ প্রত্যাহার করা। বিএনপি মুখে বলে মানুষের জন্য রাজনীতি করে। কিন্তু আসলে সেটা তারা বিশ্বাস করেন না।

মানববন্ধনে চেম্বার অব কমার্স নেতাদের পাশাপাশি শহরের খান মার্কেট ব্যবসায়ী সমিতি, সদর দোকান মালিক সমিতি, জেলা পোল্ট্রি আড়ৎদার সমিতি, পোল্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন, মেরিনা মার্কেট, নিউ মার্কেট মার্চেন্ট অ্যাসোসিয়েশন, আহম্মেদ নিউ মার্কেট সমিতি, জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতি, শেখ শরীফ মার্কেট ব্যবসায়ী সমিতি এবং আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ