ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

সিলেটে ২০ দলীয় জোটের ৫ নেতাকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৩, ফেব্রুয়ারি ১, ২০১৫
সিলেটে ২০ দলীয় জোটের ৫ নেতাকর্মী আটক ছবি : প্রতীকী

সিলেট: সিলেটে ২০ দলীয় জোটের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (০১ ফেব্রুয়ারি) ভোররাত থেকে দিনের বিভিন্ন সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



রোববার ভোরে আটক হন সিলেট জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম ফারুক (৫৫)। মহানগরীর বিমানবন্দর থানা পুলিশ তাকে আটক করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল আযম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ফারুককে পাঠানটুলার নিজ বাসা থেকে আটক করা হয়।

এছাড়া পৃথক অভিযান চালিয়ে এদিন দুপুরে নগরীর মেন্দিবাগ নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক হন স্বেচ্ছাসেবক দল নেতা মনিরুজ্জামান মিজান (২৫) এবং একই এলাকার নোয়াগাঁও বাসা থেকে রাসেল আহমদকে (২৭) আটক করে কোতোয়ালি পুলিশ।

এদিকে, বিকেলে নগরীর সাগরদিঘীর পাড়ে ঝিটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটায় জামায়াত-শিবির নেতাকর্মীরা। এসময় পুলিশ ২ শিবির কর্মীকে আটক করে। আটককৃতরা হলেন- মোবারক (২২) ও শফিকুল ইসলাম (২১)।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ