ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

ফেনীতে বোমা তৈরির সরঞ্জামসহ শিবিরের ১২ কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০০, ফেব্রুয়ারি ১, ২০১৫
ফেনীতে বোমা তৈরির সরঞ্জামসহ শিবিরের ১২ কর্মী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনী শহরের রামপুর ও পাঠানবাড়ী এলাকায় শিবিরের দুটি মেসে অভিযান চালিয়ে পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ শিবিরের ১২ কর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ফেনী মডেল থানা পুলিশ তাদের আটক করে।



ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের শাহীন একাডেমি রোডের দারুসসালাম ভবনের একটি মেসে অভিযান চালিয়ে শিবিরের ৮ কর্মীকে আটক কর‍া হয়। এ সময় সেখান থেকে পেট্রোল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, পরে আটকদের স্বীকারোক্তি অনুযায়ী পাঠানবাড়ী রোডের আবেদীন মঞ্জিলের অপর একটি মেসে অভিযান চালিয়ে আরো ৪ কর্মীকে আটক করা হয়।

আটকদের মধ্যে ৪ জন এবারের এসএসসি পরীক্ষার্থী বলেও ওসি জানান।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ