ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

জনগণের বিরুদ্ধে হরতাল ডেকেছে বিএনপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৪, ফেব্রুয়ারি ১, ২০১৫
জনগণের বিরুদ্ধে হরতাল ডেকেছে বিএনপি মোহাম্মদ নাসিম / ফাইল ফটো

সিরাজগঞ্জ: বিএনপি জনগণের বিরুদ্ধে হরতাল ডেকেছে বলে মন্তব্য করেছেন ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, যারা হরতাল-অবরোধের নামে বোমা মেরে মানুষ হত্যা করে, তারা মানুষ নয়।

ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা নকশালী স্টাইলে গুপ্ত হত্যায় নেমেছে স্বাধীনতাবিরোধী অপশক্তি। এটা কোনো রাজনীতি নয়।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে সিরাজগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রায় ১ মাস ধরে অবরোধ চলছে। কিন্তু রাস্তাঘাটে যান চলাচল স্বাভাবিক আছে। পণ্যবাহী ট্রাক চলছে, যাত্রীবাহী বাস চলছে, রিকশা-ভ্যান সিএনজি চালিত অটোরিকশা চলছে। এরপর আবার কোমলমতি ছাত্র-ছাত্রীদের পরীক্ষা বন্ধ করতে ৭২ ঘণ্টার হরতাল ডাকা হয়েছে।

তিনি বলেন, দেশ এখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করেছে। দেশ যখন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, তখন উদ্দেশ্যমূলকভাবে স্বাধীনতাবিরোধী একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে।

প্রতিটি পাড়ায়-মহল্লায় জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এদের প্রতিরোধ করার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- পুলিশ সুপার এসএম এমরান হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোটেক আব্দুর রহমান, আওয়ামী লীগ নেতা কে এম হোসেন আলী হাসান, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, আব্দুল হক, আব্দুল মতিন চৌধুরী প্রমুখ।

এর আগে মন্ত্রী কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ সেলিমের শোকসভায় যোগ দেন।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ