ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

খুলনায় হরতালের বিপক্ষে আ’লীগ-ছাত্রলীগের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩০, ফেব্রুয়ারি ১, ২০১৫
খুলনায় হরতালের বিপক্ষে আ’লীগ-ছাত্রলীগের মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতালের বিপক্ষে খুলনায় পৃথক মিছিল করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ।

রোববার (০১ ফ্রেরুয়ারি ) দুপুর ১২টায় মহানগরীর আ’লীগ কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করে সদর ও সোনাডাঙ্গা থানা আ’লীগ।



মিছিলে নেতৃত্ব দেন সদর থানা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম।

এদিকে প্রায় একই সময়ে খুলনা সিটি কলেজের সামনে থেকে হরতাল বিরোধী মিছিল বের করে ছাত্রলীগ।   মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আসাদুজ্জামান রাসেল।

মিছিল দু’টি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আ’লীগ ও ছাত্রলীগ নেতারা বলেন, রাজনীতি ও গণতন্ত্রের নামে বিএনপি-জামায়াত হরতাল-অবরোধ করে দেশে নাশকতা চালাচ্ছে। একের পর এক পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে মারছে। তাই সময় এসেছে এদের শক্ত হাতে প্রতিহত করার।

যারা মানুষের জন্য রাজনীতি করেন না, তাদের হরতাল-অবরোধ বর্জনের আহ্বান জানান নেতারা।

বাংলাদেশ সময়:  ১৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ