ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

রেলে নাশকতাকারীকে ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪০, ফেব্রুয়ারি ১, ২০১৫
রেলে নাশকতাকারীকে ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কার রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক

ঢাকা: রেলের নাশকতাকারীকে ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক।

রোববার দুপুরে রাজধানীর রেলভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ ঘোষণার বিষয়ে সাংবাদিকদের জানান তিনি।



মন্ত্রী বলেন, রাষ্ট্রীয় সম্পদ বাংলাদেশ রেলওয়ে দুর্বৃত্তদের হামলা, পাথর নিক্ষেপ ও নাশকতার শিকার হচ্ছে। নাশকতাকারীদের হাতে নাতে ধরিয়ে দিলে এক লাখ টাকা দেয়া হবে। এছাড়া তথ্য প্রমাণ সহ নাশকতার পরিকল্পনাকারীদের ধরিয়ে দিলে তথ্য দাতাদেরু পুরস্কৃত করবে রেলওয়ে।

রেলমন্ত্রী বলেন, যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে রেলওয়ে কাজ করে যাচ্ছে। এছাড়া তেল, সার,কনটেইনার ও পণ্যবাহী ট্রেন যেন নির্বিঘ্নে চলাচল করে সে জন্য কার্য্যকরী পদক্ষেপ নেয়া হচ্ছে।

রেলমন্ত্রী আরও বলেন, রেলে চোরাগোপ্তা হামলা ঠেকাতে আমরা সর্বোচ্চ সতর্কতায় অাছি। আনসার, পুলিশ, ৠাব বিজিবি সহ আইন শৃঙ্খলাবাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, ফেব্রয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ