ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদকসহ আটক ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৫, ফেব্রুয়ারি ১, ২০১৫
হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদকসহ আটক ৭ ছবি: প্রতীকী

হবিগঞ্জ: হবিগঞ্জ জেলা বিএনপি যুগ্ম সম্পাদক আমিনুর রশীদ এমরানসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে শহরের কালীবাড়ি ক্রসরোড এলাকা থেকে তাদের আটক করা হয়।



স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শহরের কালীবাড়ি ক্রসরোড এলাকায় অয়ন নামে কম্পিউটার কম্পোজের একটি দোকানে অভিযান চালায় পুলিশ। এসময় ওই দোকান থেকে জেলা বিএনপি যুগ্ম সম্পাদক আমিনুর রশীদ এমরান, জেলা যুবদল নেতা ফারুক আহমেদ ও কামাল সিকদারসহ সাতজনকে আটক করা হয়।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর) মাসুদুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।