ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

মেহেরপুরে বিএনপি-জামায়াতের ১৩ কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪১, ফেব্রুয়ারি ১, ২০১৫
মেহেরপুরে বিএনপি-জামায়াতের ১৩ কর্মী আটক

মেহেরপুর: নাশকতার আশঙ্কায় মেহেরপুরের বিভিন্ন এলাকায় অভিয়ান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১৩ কর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩১ জানুয়ারি) দিনগত রাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব, গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম ও মুজিবনগর থানার রবিউল ইসলামে নেতৃত্বে বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।



জেলা পুলিশের কন্ট্রোল রুম জানায়, আটক নেতাকর্মীদের মধ্যে মেহেরপুর সদর থানার আটজন রয়েছে। এরা হলেন- মেহেরপুর শহরের বড়বাজার এলাকার মুন্সী আবুল হাশেমের ছেলে মুন্সী নুরুজ্জামান (৩৭), থানাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে ইমন আলী (২৪), ফৌজদারীপাড়ার মৃত রজব আলীর ছেলে লিটন হোসেন (৩০), সদর উপজেলার বুড়িপোতা গ্রামের আব্দুল গফুরের ছেলে হোসেন আলী (২৭), হরিরামপুর গ্রামের আফতাব আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৫), শ্যামপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে জিয়াউর রহমান জিয়া (২২), নুরপুর গ্রামের চাঁদ আলীর ছেরে জামারুল ইসলাম (২৫) ও রাজনগর গ্রামের কেরামত আলীর ছেলে মিয়ারুল ইসলাম (৩০)।

গাংনী থানার বামুন্দী এলাকার দু’জন রয়েছে। এরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুরে শেহালা গ্রামের সমর আলীর ছেলে মিজানুর রহমান (৩৫) ও মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার কাজী আব্দুল কুদুছের ছেলে আবুল কাশেম ওরফে ইমন (২৫)।

মুজিবনগরের তিনজন হলেন- উপজেলার ভবেরপাড়া এলাকার মৃত ফকির শাহর ছেলে আবুল কাশেম শাহ (৩৫), মানিক হোসেনের ছেলে জিনারুল ইসলাম (২৫) ও রামনগর গ্রামের আবুল হোসেন তেলা (৪৭)।

মেহেরপুর পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক নেতাকর্মীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।