ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

পরীক্ষা বানচালের জন্য খালেদার হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৫, ফেব্রুয়ারি ১, ২০১৫
পরীক্ষা বানচালের জন্য খালেদার হরতাল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক

ঢাকা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ২ ফেব্রুয়ারি থেকে প্রায় ১৬ লাখ পরীক্ষার্থীর  এসএসসি পরীক্ষা বানচালের জন্যই হরতাল ডেকেছে খালেদা জিয়া। কিন্তু তার দেওয়া হরতাল প্রতিহত করার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার।



রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

মোজাম্মেল হক বলেন, খালেদার ছেলের স্বাভাবিক মৃত্যু হয়েছে । গতকাল মাহমুদুর রহমান মান্নাসহ কয়েকজন তার সাথে দেখা করে ছেলে হারানোর শোক প্রকাশ করতে গিয়েছিলেন। কিন্তু ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে এতো ছেলের মায়েরা আর্তনাদ করছে। কই তাদের তো কেউ সান্ত্বনা দিতে যায় না।

তিনি বলেন, পাকিস্তানের মতো দেশের সাথে লড়ে বাংলাদেশ তৈরি হয়েছে। এজন্যই খালেদার মনে এত কষ্ট। পাকিস্তানি শাসন ফিরিয়ে আনতেই মানুষ পুড়িয়ে ক্ষমতায় আসতে চায় খালেদা।

মন্ত্রী বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে কেউ ক্ষমতায় আসতে পারেনি, পারবেও না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় দেশ এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও যাবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাসান মাহমুদ, আয়োজক সংগঠনের সভাপতি জিনাত আলী জিন্নাহ, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানী প্রমুখ।

মানববন্ধন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  মোজাম্মেল হক ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাসান মাহমুদ খালেদার জিয়ার কাছে প্রশ্ন রেখে উপস্থিত সাংবাদিকদের মাঝে কয়েকটি লিফলেট বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।