ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তা দেবে ছাত্র সংগ্রাম পরিষদ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৩, ফেব্রুয়ারি ১, ২০১৫
এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তা দেবে ছাত্র সংগ্রাম পরিষদ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়: রক্ত দিয়ে প্রয়োজনে জীবন দিয়ে হলেও এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার ঘোষণা দিয়েছে ছাত্র সংগ্রাম পরিষদ।

রোববার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগ্রাম পরিষদের সমন্বয়কারী ও ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।



আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে নিজেদের অবস্থান তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ৭টি ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত ছাত্র সংগ্রাম পরিষদ।

অভিভাবকদের উদ্দেশ্যে বদিউজ্জামান সোহাগ বলেন, আমরা আপনাদের কাছে ওয়াদা করছি, অবরোধের নামে যেসব সন্ত্রাসীরা মানুষ মারে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবো। পাশাপাশি আপনার সন্তানের নির্বিঘ্ন পথচলা নিশ্চিত করতে সহায়তা করবো।

পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ছাত্র সংগ্রাম পরিষদের লাখ লাখ নেতাকর্মী শিক্ষার্থী-অভিভাবকদের পাশে থাকবেন বলেও ওয়াদা করেন তিনি।

শিক্ষার্থীদের পরীক্ষার মধ্যে সহিংস রাজনৈতিক কর্মসূচি স্থগিত রাখার আহবান জানানোর পাশাপাশি সন্ত্রাসী, বোমাবাজ ও তাদের হুকুমদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পরীক্ষা নির্বিঘ্ন করার জন্য সরকারের কাছেও দাবি জানান তিনি।

হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, কোনো শিক্ষার্থীর গায়ে যদি পেট্রোল বোমা পড়ে, তাদের শরীর যদি ঝলসে দেওয়া হয়, তাহলে হুকুমদাতাদেরও সমান পরিণতি হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক তানভির রুসমত, ছাত্রলীগের (জাসদ) সাধারণ সম্পাদক সাজাহান আলী সাজুসহ ৭টি সংগঠনের শীর্ষ নেতারা।

ছাত্র সংগ্রাম পরিষদভুক্ত সংগঠনগুলো হলো বাংলাদেশ ছাত্রলীগ,  বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ), বাংলাদেশ ছাত্রমৈত্রী, বাংলাদেশ ছাত্র আন্দোলন, বাংলাদেশ ছাত্র সমিতি, বাংলাদেশ ছাত্রলীগ (বাসদ) ও গণতান্ত্রিক ছাত্রকেন্দ্র।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।