সাভার (ঢাকা): সাভারে ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের বাড়িসহ ছাত্রলীগের ৪ নেতাকর্মীর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
পূর্ব শত্রুতার জের ধরে শনিবার (৩১ জানুয়ারি) দিনগত রাতে এ হামলা চালানো হয় বলে পুলিশের ধারণা।
জানা যায়, ১০/১২টি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা মিজানুর রহমানের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। দুর্বৃত্তরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করে পালিয়ে যায়। এ ঘটনায় ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এরপর দুর্বৃত্তরা সাভার কাজী মোকমাপাড়া, দক্ষিণ পাড়া ও ব্যাংক-কলোনিতে ছাত্রলীগের ৩ নেতাকর্মীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় তাদের পরিবারের ৩ সদস্যকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার খবর পাওয়া গেছে।
এদিকে এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন বাংলানিউজকে বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫