ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

খুলনা শ্রমিক লীগের নতুন সভাপতি কাশেম, সম্পাদক রনজিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৯, ফেব্রুয়ারি ১, ২০১৫
খুলনা শ্রমিক লীগের নতুন সভাপতি কাশেম, সম্পাদক রনজিত বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা মহানগর শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আবুল কাশেম মোল্লা সভাপতি ও রনজিত কুমার ঘোষ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তাদের নির্বাচিত করা হয়।



সম্মেলনে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ সভাপতি শুকুর মাহমুদ।

এর আগে সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের পরিচালনায় দ্বিতীয় অধিবেশনে প্রার্থীর নাম প্রস্তাব চাওয়া হয়।

এসময় সভাপতি পদে আলাউদ্দিন আল আজাদ মিলন ও আবুল কাশেম মোল্লা এবং সাধারণ সম্পাদক পদে শহীদুজ্জামান মনু, রনজিত কুমার ঘোষ ও হাবিবুর রহমান দুলালের নাম আসে।

নেতারা সমঝোতার মাধ্যমে আবুল কাশেম মোল্লাকে সভাপতি ও রনজিত কুমার ঘোষকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র আলহাজ তাল‍ুকদার আব্দুল খালেক এমপি, আওয়ামী লীগ নেতা শেখ হায়দার আলী, কাজী এনায়েত হোসেন, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান, মো. শাহাজাদা, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, আজগর আলী মিন্টু, তসলিম আহমেদ আশা প্রমুখ।

এর আগে বিকাল ৪টায় শহীদ হাদিস পার্কে মহানগর শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ।

এ সময় তিনি বলেন, কোনো নৈরাজ্য চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা যাবে না। বাংলার মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে। ’৭১-এর মত তারা আবার জেগে উঠেছে। বাংলার জনগণ ’৭১-এর পরাজিত শত্রু আর ’৭৫-এর খুনিদের এবার চিরতরে স্তব্ধ করে দিবে।

তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, যারা মনে করেন সরকার এবং নাশকতাকারীদের সঙ্গে ব্যালেঞ্জ করে চলবেন, তাহলে আপনারা ভুল করবেন। আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। সুতরাং দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। এ দায়িত্ব থেকে কেউ অবহেলা করলে জনগণ আপনাদের ক্ষমা করবে না। সুতরাং অপরাধীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করুন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করুন। এদেশের মানুষ আপনাদের সঙ্গে পূর্বের মত সহযোগিতা করবে।

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলের সমন্বয়ে প্রতিরোধ কমিটি গড়ে তুলুন। ২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। যেখানে উগ্র মৌলবাদী জঙ্গি সন্ত্রাসী পাওয়া যাবে সেখানেই তাদের স্তব্ধ করে দিতে হবে।

সম্মেলনের উদ্বোধন করেন, বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ সভাপতি শুকুর মাহমুদ। মহানগর শ্রমিক লীগ সভাপতি আলাউদ্দিন আল আজাদ মিলনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুজ্জামান মনু ও রনজিত কুমার ঘোষের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪দলের সমন্বয়ক আলহাজ মিজানুর রহমান মিজান এমপি।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম।

বিশেষ বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ সহ-সভাপতি সরদার মোতাহার রহমান ও জহিরুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, নির্বাহী সদস্য ও খুলনা জেলা শ্রমিক লীগ সভাপতি বিএম জাফর, খুলনা সদর থানা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, শ্রমিক নেতা হাবিবুর রহমান দুলাল যুবলীগ নেতা শফিকুর রহমান পলাশ, মহানগর ছাত্রলীগ সভাপতি দেব দুলাল বাড়ই বাপ্পি।

বাংলাদেশ সময়:  ০০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ