ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

‘ওয়ান-ইলেভেনের সুযোগ দেওয়া হবে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৬, ফেব্রুয়ারি ১, ২০১৫
‘ওয়ান-ইলেভেনের সুযোগ দেওয়া হবে না’ সুরঞ্জিত সেনগুপ্ত

ঢাকা: নতুন করে কোনো ওয়ান-ইলেভেনের সুযোগ দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসি বাংলাদেশ সংলাপের ১০২তম পর্বে এ কথা বলেন তিনি।



তিনি বলনে, দেশে অরাজকতা সৃষ্টি করে কেউ যদি নতুন কোনো ওয়ান-ইলেভেন আনার অপচেষ্টা করে, তাহলে তা হবে না। ওয়ান-ইলেভেন আনার কোনো সুযোগ দেওয়া হবে না। বিএনপি যদি জনগণকে এতোই ভালোবাসে তাহলে পরীক্ষার সময় কেন হরতাল-অবরোধ রাখছে? কেন জ্বালায়-পোড়াও করছে?

অন্যদিকে, রাজনৈতিক অস্থিরতায় পুড়ে যাওয়া মানুষকে সহায়তা করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে অবশ্যই ভুক্তভোগীদের সহায়তা করা উচি‍ত। এখানে সরকারের পাশাপাশি, ব্যাংক, ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর যেমন এগিয়ে আসা উচিত ঠিক তেমনি যারা টাকা বিদেশে পাচার করছে তাদের টাকাও ব্যবহার করা উচিত।

রাজনীতি নয়, দেশে সন্ত্রাসকে কঠোরভাবে দমন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সন্ত্রাসকে কঠোরভাবে দমন করা হচ্ছে এবং হবে।

সংলাপে অংশ নেওয়া অরেক আলোচক ড. শাহদীন মালিক বলেন, রাজনৈতিক সমস্যা রাজনৈতিক মাধ্যমেই সমাধান করা উচিত। এসব রাজনৈতিক সমস্যায় সাধারণ মানুষ জ্বলছে, মরছে। তা আর হতে দেওয়া যায় না।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান হারিজউদ্দিন খান বীর বিক্রম ও রাজনীতি বিশেষজ্ঞ রওনক জাহান। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন আকবর হোসেন।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ফেব্রয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ