ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

কর্মকর্তাদের চাপ উপেক্ষা করে দায়িত্ব পালন করতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৬, জানুয়ারি ৩১, ২০১৫
কর্মকর্তাদের চাপ উপেক্ষা করে দায়িত্ব পালন করতে হবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

ঢাকা: উপর কিংবা নিচ সব ধরনের চাপ উপেক্ষা করে আইনের মধ্যে থেকে বিসিএস তথ্য কর্মকর্তাদের নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
 
শনিবার (৩১ জানুয়ারি) রাতে রাজধানীর প্রেস ইনস্টিটিউটে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের পুর্নমিলনী-২০১৫ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

 
 
হাসানুল হক ইনু বলেন, আমাদের কেউ নিরপেক্ষ নয়। আমি নিজেও নিরপেক্ষ নই, আমার একটি পক্ষ রয়েছে। আমি মুক্তিযুদ্ধ ও সাম্যের পক্ষের মানুষ। বিসিএল তথ্য কর্মকর্তারাও নিরপেক্ষ নয়। তারা সরকারের লোক। তাই তাদের দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল ও রাষ্ট্র গঠনে কাজ করতে হবে।
 
তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তারা আইন ও সংবিধানের দ্বারা পরিচালিত। তাদের কর্মস্থলে দাঁড়িয়ে বলতে হবে খুন করা ও সেই খুনের বিচার না করা মহাপাপ। তথাকথিত নিরপেক্ষতার মুখোশ পরে দেশের আইন ও সংবিধানের অসম্মান করা যাবে না।
 
তথ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে সামরিকতন্ত্র, ধর্মতন্ত্র ও গণতন্ত্রের গোঁজামিলতন্ত্র চলছে। বাংলাদেশের উন্নয়নের পথে সামরিকতন্ত্র ও রাজকারতন্ত্র বাধা হয়ে দাঁড়িয়েছে বার বার। ভবিষ্যতে যাতে এগুলো আমাদের ওপর আর জেঁকে বসতে না পারে সে চেষ্টা করা হচ্ছে। এগুলো গণতন্ত্রের জন্য হুমকি সরূপ। তাছাড়া গণতন্ত্রের স্বাচ্ছন্দের জন্য দেশ থেকে দলবাজি, চাঁদাবাজি ও দুর্নীতি দূর করতে হবে। আমরা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।
 
তিনি আরও বলেন, আমি সমাজতন্ত্রে বিশ্বাস করি। কিন্তু বাংলাদেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার এখনও অনেক সময় লাগবে। তবে আজ হোক কাল হোক একদিন এ দেশের সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবেই। এর মধ্যে থেকেই যতদূর পারা যায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।
 
অনুষ্ঠানে বিসিএস ইনফরমেশন অ্যাসেসিয়েশনের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। যা মন্ত্রী পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দেন।
 
সংগঠনের বিদায়ী সভাপতি তসির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, তথ্য সচিব মরতুজা আহমদ, সংস্কৃতি মন্ত্রণালয় সচিব ড. রনজিৎ কুমার বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমত উল্লাহ, সংগঠনের মহাসচিব গোলাম কিবরিয়া, নতুন সভাপতি মো. জয়নুল আবেদীন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ