ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

রংপুরে ককটেল বিস্ফোরণে আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৩, জানুয়ারি ৩১, ২০১৫
রংপুরে ককটেল বিস্ফোরণে আহত ৩ ছবি: ফাইল ফটো

রংপুর: নগরীর সুপার মার্কেটের সামনে হরতাল সমর্থকদের ছোড়া ককটেল স্প্লিন্টারের আঘাতে তিন পথচারী আহত হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) দিনগত রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।



প্রতক্ষ্যদর্শীরা জানান, একদল মুখোশপরা দুর্বৃত্ত পরপর দু’টি ককটেল বিস্ফোরণ ঘটালে এসময় তিন পথচারী আহত হন। এদের মধ্যে আবু তাহের (২৮) নামের একজনের পরিচয় জানা গেছে।

তারা জানান, ককটেল বিস্ফোরণের বিকট শব্দ ও ধোঁয়ায় এসময় পথচারীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে এবং ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে ফেলে।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে ককটেলের আলামত সংগ্রহ করে নিয়ে য়ায়।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ