গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলা যুবদল সভাপতি আহম্মেদ কবির শাহীনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩১ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে উপজেলার বোনারপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
শাহীন উপজেলার শিমুলতাইড় গ্রামের ফজলুল হকের ছেলে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শাহীনের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। রাতে বোনারপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫